শরৎকাল
আব্দুর রহীম হাজারী
ষড়ঋতুর একটি ঋতু
চলছে শরৎকাল,
এই ঋতুর মজার ফল
পাকছে গাছের তাল।
পাকা তালের মধুর রসে
চলছে পিঠার হিড়িক,
স্বচ্ছ পানিতে ভাসছে
শাপলা ফুলের ঝিলিক।
শাপলা শালুক ফুলে
ভরে গেছে বিল,
মেঘের আধার কেটে
আকাশ হলো নীল।
নদীর তীরে তীরে কত
ফুটেছে কাশফুল,
মনের আনন্দে গন্ধ দেখো
ছড়ায় শিউলি ফুল।