শরৎ এলো
আব্দুর রহীম হাজারী

শরৎ এলো ফুল ফুটিলো
কেমন সুন্দর লাগে,
দুর্বাঘাসে রোজ বিহানে
শিশির বিন্দু জাগে।

ফুল কুড়াতে যাবে কে কে
শিউলী গাছের তলে,
এসো এসো এসো খোকা
আয়রে দলে দলে।

সাদা কাশফুল ফুটছে দেখো
নদীর তীরে তীরে,
শরৎ এলো বাংলার বুকে
কী সৌন্দর্য ঘিরে।

পদ্ম ফুলের ঝিলিক দেখো
ফুটে আছে বিলে,
মেঘের আধার কেটে গেলো
আকাশ এখন নীলে।

ঘরে ঘরে তৈরি হবে
মিষ্টি তালের পিঠা
মায়ের হাতের তালের পিটা
খেতে বড় মিঠা।