শহীদ আবু সাঈদ
আব্দুর রহীম হাজারী
মেধার মূল্য নাই যে দেশে
বুকের ভেতর অনেক ঝড়,
মেধা শুন্য করতে চাচ্ছো
বুক পেতেছি গুলি কর।
মেধার জন্য লড়াই করে
জীবন আমার গেলে যাক,
কুটাবাদীর জিঞ্জির থেকে
মেধাবীরা মুক্তি পাক।
মেধার তরে আবু সাঈদ
জীবন বিলীন করলো ভাই,
তবু যেন এই না দেশে
মেধাবীরা সম্মান পায়।
বায়ান্ন তো দেখিনি আমি
রফিক জব্বার কেমন বীর
চব্বিশে এসে দেখছি আমি
আবু সাঈদের উঁচু শীর।
ইতিহাস আবার রচিত হবে
আবু সাঈদ সবার তাজ,
তাঁর মরণে বাংলার আকাশ
শোকাবহ হচ্ছে আজ।