সৌন্দর্যে ঘেরা
আব্দুর রহীম হাজারী
জন্মভূমি বাংলা আমার
সকল দেশের সেরা,
সবুজ শ্যামল দেশটি আমার
সৌন্দর্য্য তো ঘেরা।
পাহাড় সাগর ঝর্ণা দিঘি
নদ নদী আর বিলে,
পদ্ম শাপলা শালুক ফুটে
দেশের নানান ঝিলে।
পাল তুলে ঐ নৌকা চলে
পদ্মা মেঘনার জলে
বাংলাদেশের সবুজ মাঠে
সোনার ফসল ফলে।
লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে
যায় যে মাঠে চাষি,
সোনার ফসল ঘরে তুলে
ফুটবে মুখে হাসি।
সবুজ পাতার আড়াল থেকে
ভোরের পাখি ডাকে,
মুয়াজ্জিনে মিনার থেকে
নিত্য আজান হাঁকে।