সাথী বানাও দেখে
আব্দুর রহীম হাজারী

সাথী  বানাও দেখে শুনে
সদা থাকবে তোমার সাথ,
বিপদ আপদ সুখে দুঃখে
যখন যেবা দিবস কিংবা রাত।

বিপদ সময় যেই লোকেরা
তোমার থেকে দূরে রয়,
সেই লোকেরা কোন সময়
তোমার জন্য আপন নয়।

সুখের সময় পাশে বসে
তোমার সাথে থাকতে চায়,
দুখের মাঝে দূর সরে
না চিনিবার ভাব দেখায়।

তাদের থেকে দূরে থাকো
শান্তি যদি পেতে চাও,
সঙ্গী সাথী নির্বাচনে
ন্যায় নীতিবান বেঁচে নাও।

বন্ধু হবে এমন লোকে
সুখে দুঃখে যে পাশে রয়,
বন্ধুর জন্য বন্ধু যেন
সুখে দুঃখের সাথী হয়।