সম্মান দিলে সম্মান মিলে
আব্দুর রহীম হাজারী

সম্মান দিলে সম্মান মিলে
সম্মান দাও গো সবে,
ভালোবাসা দিয়ে প্রতিদান নিয়ে  
সম্মান পাবে তবে।

পরে সম্মানে  নাহি নিজ মানে
কভু কোনদিন কমে,
পরে মান দাও নিজে মান পাও
শান্তি পাবে তুমি দমে।

করলে পরকে সম্মান  তাঁকে
নত নাহি হবে কভু,
তাঁর বদলে যে সম্মান পেলে
বদলা দিলো যে প্রভু।

নয় অপমান কর সম্মান
বাড়বে তোমার মান,
অপরাধ নয় সম্মানে হয়
পরকে দাও গো মান।

মান দিলে তবে  নাহি কম হবে
সম্মান পাবে  তুমি,
সম্মান দাও সম্মান পাও
আসে সফলতা চুমি।