সময় গেল চলে
আব্দুর রহীম হাজারী

ও দাদু ভাই আমায় দেখে
বুড়ো এখন বলে,
যৌবনের ঐ শক্তি যে নেই
সময় গেল চলে।


যৌবনকালে আমার কথায়
কাপত লোকে কত,
দম্ভ করে চলতাম আমি
দাপট ছিল যত।

শক্তি সাহস নেই তো এখন
বয়স এখন শেষে,
তিন পায়েতে চলতে হচ্ছে
অসহায়ের বেশে।

জীবন আমার শেষ হলো যে
ছিল না সেই খবর,
কখন জানি ডাকবে আমায়
অন্ধকার ঐ কবর।

সময় আমার শেষ দাদু ভাই
বুড়ো হলাম বটে,
হঠাৎ করে কোনদিন যেন
মৃত্যু আমার ঘটে।