সফলতা পাও
আব্দুর রহীম হাজারী
সাহস রেখে মনের মাঝে,
চলো সকাল কিংবা সাঁঝে
উদার মনের হও,
সাহসী লোক হও গো তুমি
সফলতা আসবে চুমি
শক্তি সাহস লও।
বিপদ বাধা আসুক যত
সত্য কথা অবিরত
বলার শপথ নাও,
সত্য ন্যায়ের কথা বলো
দ্বীন ইসলামের পথে চলো
সফলতা পাও।
আঁধার দেখে ভয় না আসে
আড়ালে তার সূর্য হাসে
ভয় করিবে জয়,
যখন তুমি উদার হবে
শক্তি সাহস পাবে তবে
থাকবে না আর ভয়।