রক্তের অবদান
আব্দুর রহীম হাজারী
ফেব্রুয়ারি আসছে আবার
একটি বছর ঘুরে,
যে মাসেত আন্দোলন হয়
মাতৃভাষার তরে।
সালাম বরকত রফিক জব্বার
জীবন করলেন দান,
মাতৃভাষা বাংলা মোদের
রক্তের অবদান।
মাতৃভাষার মান বাঁচাতে
সাহস নিয়ে বুকে,
আন্দোলন নিয়ে তারা
দাঁড়িয়েছিল রুখে।
রক্ত দিয়ে জীবন দিয়ে
রাখল ভাষার মান,
একুশ এলে গাইতে পারি
মাতৃভাষার গান।
বীর বাঙ্গালীর ইতিহাস হলো
রক্ত জীবন দেওয়া,
মাতৃভাষা দিবস এখন
বিশ্বে স্বকীতি পাওয়া।