ঋতু ভেদে প্রকৃতি
আব্দুর রহীম হাজারী

গ্রীষ্মকালে প্রখর উত্তাপ
কড়া রৌদ্র থাকে,
গাছ গাছে হরেক রকম
ফল যে কত পাকে।

বর্ষাকালে মেঘলা আকাশ
হঠাৎ পড়ে বৃষ্টি,
টাপুর টুপুর বৃষ্টিতে হয়
রিমঝিম শব্দের সৃষ্টি।

শরৎ আসে শাপলা শালুক
ফুটে বিলে ঝিলে,
মেঘের আঁধার কেটে গিয়ে
আকাশ তখন নীলে।

শিশির ভেজা দূর্বা ঘাসে
দেখতে লাগে ভালো,
রাতের বেলা তারার মেলা
পূর্ণিমা চাঁদ আলো।

হেমন্তের ঐ নতুন ধানে
কৃষক বাড়ি ভরে,
নতুন ধানে খুশির জোয়ার
চাষির ঘরে ঘরে।