রক্তে রাঙ্গানো জুলাই
আব্দুর রহীম হাজারী

আমার ভাই এর রক্তে রাঙ্গানো
চব্বিশ এর ঐ জুলাই,
বলো বাঙ্গালী ভাই দেরকে
আমি কেমনে ভুলে যাই।

মেধার তরে লড়তে গিয়ে
কত জীবন হলো শেষ,
এমন দিন দেখার জন্য কি
স্বাধীন হয়েছিল দেশ?

অধিকার চাইতে গেলে   আজ
জীবন বিলীন করতে হয়,
কত ভাই বোন চলে গেল
বলো কেমনে ভুলে রয়।

বুলেটের আঘাতে আবু সাঈদ
ভুবন ছেড়ে চলে যায়,
একে একে কত মেধার বাতি
এ দেশ থেকে নিভে যায়।

অধিকার চেয়ে রাজপথে যায়
এটাই কি ছিল তাদের ভুল,
ফুটার আগেই নিভে গেল
দেশের মেধাবী কত ফুল।

কত মায়ের বুক খালি হচ্ছে
কত বোন হারালো ভাই,
রক্তে রাঙ্গানো জুলাই মাস
বলো আমি কেমনে ভুলে যাই।

আহত হয়ে হাসপাতালে
কত ভাই কত বোন,
চব্বিশ এর জুলাই মাসে
দেশে জড়লো কত খুন।