রাজকন্যা
আব্দুর রহীম হাজারী
মেয়ে আমার রাজকন্যা ঐ
রাজ্য আমার ঘরে,
সারাবেলা ঘরকে রাখে
মুখরিত করে।
স্নেহধন্য কন্যা আমার
আসলো যেদিন ভবে
নবজাতক সন্তান পেয়ে
খুশি ছিলাম সবে।
জন্মে কন্যা খুশির বন্যা
আনন্দের এক ভেলা,
মেয়ে আমার দিবারাত্রি
করে কত খেলা।
রাজকন্যা সে মেয়ে আমার
বায়না কত ধরে,
বড় করবো তাঁকে আমি
আদর স্নেহ ভরে।
স্নেহের মেয়ে বড় হলে
দিতে হবে বিয়ে,
আমায় ছেড়ে সুখে রবে
স্বামীর ঘরে গিয়ে।