প্রয়োজন ও বিপদ।
আব্দুর রহীম হাজারী

যে বায়ুতে বৃক্ষ উড়ে
সে বায়ুতে ঘাস যে দুলে
বড় বৃক্ষ উপড়ে ফেলে
মন আনন্দে ঘাস যে দুলে।

মৃদু  হাওয়া শান্তি আনে
প্রবল  হাওয়া ঝড় যে বয়ে
শীতের হাওয়া ঠান্ডা অতি
হিমেল হাওয়ার শীত যে সয়ে।

হাওয়ায় দুলে লতা পাতা
মৃদুস্বরে আপন মনে,
ডাল পালা যে ভেঙ্গে পড়ে
প্রবল বেগের হাওয়ার সনে।

যে পানিতে জীবন বাঁচে
সে পানিতে বন্যা আনে
ডুবে মরে জীব জন্তু যে
বাঁচতে চেয়ে জীবন প্রাণে।

চলতে ফিরতে লাগে গাড়ি
কাজের শেষে ফিরতে বাড়ি,
সেই গাড়িতে দূর্ঘটনায়
নেই যে আবার জীবন কাঁড়ি।