প্রাণের বি বাড়িয়া
আব্দুর রহীম হাজারী
বাংলাদেশের পূর্ব প্রান্তে
বি বাড়িয়া শহর,
দেশবাসী জানে এতে
ওলামাদের বহর।
এই শহরের প্রাণকেন্দ্র ভাই
জামিয়া ইউনুছিয়া,
ইলম শিখছে দেশের
কত জনে আসিয়া।
মুফতি মোবারক উল্লাহ
শায়খ সাজিদুর রহমানে
বি বাড়িয়ার অভিভাবক
দেশের সবাই জানে।
কি লিখবো ভাই আমি অধম
এই শহরের শানে,
বি বাড়িয়া সংগ্রামী যে
শহীদ জীবন দানে।