পর্দা
আব্দুর রহীম হাজারী
পর্দা বিধান প্রভুর হুকুম
ইসলামের ঐ মূল,
নারী তোমার পর্দা করতে
করো না কো ভুল।
বাড়ির বাইরে যেতে হলে
ঢেকে রাখবে মুখ,
মুক্তি পাবে নজর থেকে
পাবে মনে সুখ।
কু নজরে দেখবে না তো
বখাটের ঐ দল,
নিরাপদে চলবে তুমি
বুকে নিয়ে বল।
পর্দা বোরকার বিরোধিতা
মতটি হবে যার,
মুসলমানের বাংলাদেশে
ঠাই হবে না তার।
বোরকা ছাড়া খোলামেলা
দেখতে যদি চাও,
এ দেশ ছেড়ে পালাও তুমি
ভিন্ন দেশে যাও।