পাপের গন্ধ
আব্দুর রহীম হাজারী
কুসুম বাগে কুসুম ফুটে
ছড়ায় মধুর গন্ধ,
মৌমাছিরা আসে সেথা
গেয়ে গেয়ে ছন্দ।
সুবাসিত হয় চারিদিক
কুসুম যবে ফুটে,
বাগ বাগিচায় পরিবেশটা
সুন্দর হয়ে উঠে।
আঁশটে মাছে গন্ধ ছড়ায়
দম হয়ে যায় বন্ধ,
খেতে হবে তবুও যে মাছ
যতই আসুক গন্ধ।
মাছের মতো থাকতো যদি
খারাপ কাজের গন্ধ,
চেনা যেতো পাশে বসে
কে ভালো কে মন্দ।
পাশে বসলে পাওয়া গেলে
পাপ কাজের ঐ গন্ধ,
সবাই তখন ভালো হতো
পাপ যে হতো বন্ধ।