পাপ জুলুমের পথে
আব্দুর রহীম হাজারী
পাপ জুলুমের পথে চলে
পথটা তোমার ভ্রান্তি,
কেমন করে আশা করো
পেতে তুমি শান্তি।
অন্যায়ে ও অবিচারে
চলে ভুলের পথে
কোন যে পথে যাচ্ছে দেখো
চলে তোমার রথে।
লোভের ফাঁদে পা দিয়ে যে
মিছে ভবের নেশা,
জুলুমবাজি অত্যাচারী
হয়ে গেলো পেশা।
অন্যায় পথে পা বাড়াচ্ছো
বিবেক বুদ্ধি ভুলে,
হিংসা নিন্দা বিভেদ বাড়ায়
ঠাঁই যে নরক কুলে।
ভুল থেকে আজ ফিরে এসো
চলো ভালো পথে,
দোজাহানে শান্তি পাবে
শান্তি পাবে রথে।