পাপ থেকে বাঁচতে
আব্দুর রহীম হাজারী
ছোট্ট ছোট্ট পাপ থেকেও
বাঁচতে আমি চাই,
পাপ থেকে বাঁচার তরে
খোদার মদদ চাই।
মনের ভুলে আমি যেন
পাপ না করি কভু,
আমায় তুমি রক্ষা করো
ওগো মহান প্রভু।
না বুঝিয়া করছি গোনাহ
হয়ে গেলাম পাপী,
দয়ার গুনে ওগো প্রভু
দাও আমাকে মাফী।
নেকীর আমল আমি যেন
করতে পারি সদা
তৌফিক আমায় দান করো গো
ওগো আমার খোদা।
পাপী থেকে বেঁচে থেকে
পূণ্য যেন করি,
সারা জীবন চলতে চাই
প্রভু তোমায় স্মরি।