পাখির গানে।
আব্দুর রহীম হাজারী
শিউরে বকুল ফুলের ঘ্রাণে
প্রভাত আলো ফুটে,
জুই চামেলি হাসনাহেনা
মন আনন্দে উঠে।
আকাশ পানে উড়ছে পাখি
গান গেয়ে আপন মনে,
ঝাঁকে ঝাঁকে পাখিরা সব
উড়ে যায় যে বনে।
দোয়েল কোয়েল ময়না শালিক
কত রকম পাখি,
উড়তে দেখে পাখির ঝাঁকে
জুড়ায় মোদের আঁখি।
পাখির গানে হাওয়ার তানে
জোয়ার বাটার টানে
ভাটিয়ালি সুর তুলিয়া
মাল্লা মাঝির গানে।
নৌকা টানে গাঁয়ের মাঝি
গানে গানে ছন্দে,
নদীর স্রোত ঐ ভাসছে যেনো
জোয়ার বাটার দ্বন্দ্বে।