ঐক্য গড়ি
আব্দুর রহীম হাজারী

দিন যাপনের বিধান ধরে
বছর এলো বছর পরে
নিয়ে নতুন আশা,
দুঃখ কষ্ট দূরে ঠেলে
অতীত গ্লানি মুছে ফেলে
বাধবো সুখের বাসা।

থাকবো পাশে পরের দুখে
সবাই মিলে থাকবো সুখে
ঐক্য গঠন হবে,
যখন কোন বিপদ আসে
পরস্পরে থাকবো পাশে
শান্তি হবে তবে।

হিংসা বিভেদ ভুলে গিয়ে
নতুন দিনের শপথ নিয়ে
ঐক্য এখন গড়ি,
দিন বদলের স্বপ্ন দেখে
হাতে সবার হাতটি রেখে  
দেশের তরে লড়ি।