ওহে পুরুষ
আব্দুর রহীম হাজারী
ওহে পুরুষ তুমিও তো
জন্ম নারীর গর্ভে,
তবে কেন নারীর ইজ্জত
লুণ্ঠন করছ দর্পে।
পুরুষ তুমি জানো তুমি
নারী জাতির বংশ
নারী হলো পুরুষের
সুখের ঐ অংশ।
ইজ্জত লুণ্ঠন করে নষ্ট
কেড়েছ নারীর সতীত্ব,
নারীর গর্ভে জন্ম নিয়েও
এ কি তোমার চরিত্র।
পুরুষ হয়ে জন্ম নিয়ে
হবে নারীর পাহারাদার,
তুমায় দেখে নারী যেন
সাহস পায় দাঁড়াবার।