ওহে হিংসুক
আব্দুর রহীম হাজারী
ওহে হিংসুক তুমি হিংসা করছো
একটি কমেন্ট নিয়ে,
হবে না কোন কিছু যে মোর
তোমার হিংসা দিয়ে।
হিংসার আগুনে জ্বলে পুড়ে
হিংসুক হয়ে যাক ছাই,
প্রতিহিংসার কারণে আমার
কিছু আসে নাহি যায়।
হিংসা যতই কর না কেন
থামবে না মোর কলম,
আমার লেখা হবে তোমার
হিংসা রোগের মলম।
আমার কলম চলছে শুধু
দেশ ও জাতির জন্য,
ওহে হিংসুক তুমি কলম চালাও যোগাতে তোমার অন্ন।
এক পরিবারে থাকতে গেলে
কত কিছুই না হয়,
হিংসা ছেড়ে ঐক্য গড়ে
থাকতে তবু হয়।