ওহে ধর্ষক
মোঃ আব্দুর রহীম হাজারী
ওহে ধর্ষক তোমারো তো
মা বোন আছে,
কেন তুমি লেগে আছো
পর-নারীর ইজ্জতের পাছে।
ধর্ষণ করে কুলাঙ্গার তুমি
কি মজা পাও,
পর-নারীর সোনার ইজ্জত
কেন কেড়ে নাও।
নারী নির্যাতন করে যাচ্ছে
ঐ বখাটের দল,
ধর্ষণ আর করিস না
পাপী ভালো হয়ে চল।
ইজ্জত নিয়ে খেলা করে
পাচ্ছো আজ মজা,
জানো কি ওহে নির্দয় ধর্ষক
ধর্ষণের মৃত্যু সাজা।