ওগো কলম যুদ্ধা
আব্দুর রহীম হাজারী
জেগে ওঠো ওগো কলম যোদ্ধা
উঠিয়ে এবার শির,
লিখতে তো হবে সত্যের বাণী
হতে হবে মহা বীর।
চলবে কলম লড়বে সাহস
ভয়কে করবে জয়,
হকের পক্ষে চলবে কলম
বাতিল পাবে তো ভয়।
কবিতায় হবে অপরাধ রোধ
বাস্তবতার ছবি,
লিখে যে দেখাবে বীর সৈনিক
কলম যোদ্ধা কবি।
কলম আঘাতে জর্জর হবে
অপরাধী আছে যারা,
কবিতার ভাষা শাসাবে তাদের
করবে তাদের সারা।
জাগো জাগো ওগো কলম যোদ্ধা এবার হবেই বীর,
লিখে যাও তুমি সত্যের বাণী
উঁচু করে তব শির।