ওগো দ্বীনের নবী
আব্দুর রহীম হাজারী
তুমি আমার চোখের মণি
ওগো দ্বীনের নবী,
তুমি হলে ধরার বুকে
উদিত এক রবি।
তুমি ছিলে বিশ্বের মাঝে
ইনসাফের ঐ ছবি,
তোমায় নিয়ে লিখছে আজও কত লেখক কবি।
তোমায় নিয়ে লিখতে পেরে
আজকে আমি ধন্য,
জীবন বিলীন করতে পারি
শুধুই তোমার জন্য।
তোমার জন্য এই না ভূবন
প্রভু করলেন সৃষ্টি,
মোদের দিকে দিলেন যেন
রহমতের ঐ দৃষ্টি।
তোমার উম্মত হতে পেরে
গর্বিত আজ আমি,
শাফায়াত যেন নসীব করে
বিচার দিনের স্বামী।