ও মাঝি ভাই
আব্দুর রহীম হাজারী
ও মাঝি ভাই যাচ্ছ কোথায়
আমায় সঙ্গে নিয়ে যাও,
খেয়া ঘাটটি ছেড়ে যখন
উপাড় যাবে তোমার নাও।
ভাটিয়ালি সুরে যখন
তোমার সুরে বাজবে গান,
শুনতে যেনো পারি আমি
খাড়া করে দুটি কান।
তোমার সুরে গান শুনিয়া
পার যে হবো এই নদী,
দয়া করে ও মাঝি ভাই
তোমার সাথে নাও যদি।
ও মাঝি ভাই দেরি কেনো
এসো না ভাই এবার যায়,
আর সহে না উঠবো কবে
ও মাঝি ভাই তোমার নায়।
আমায় নিয়ে চলো এবার
এই যে নদী হই গো পার,
তোমার তরে বসে আছি
কতো সময় দিন নদীর ধার।