নম্রতা তার অলংকার
আব্দুর রহীম হাজারী

সফলতার ফল যে সুন্দর
নম্রতা তার অলংকার,
নম্র ভদ্র হয়ে যেনো
জীবন মোরা করি পার।

অহংকারসব দূরে ঠেলে
নম্র ভদ্র থাকতে চাই,
হৃদয় মাঝে আমিত্ব কে
আর যেনো না দেখতে পাই।

অহংকার যে পতনের মূল
জীবন কে সে করে  শেষ,
নম্রতা যে সফলতার
অলংকার তা দেখতে বেশ।

সফল হতে জীবন মাঝে
নম্রতা যে সুখের মূল,
শান্তি আনে সবার তরে
জীবন আখের উভয় কূল।

সফলতার ফুল কুড়াতে
এসো সবাই এসো ভাই,
নম্র ভদ্র হয়ে যেনো
উভয় জাহান শান্তি পাই।