নিন্দা করলে করুক
আব্দুর রহীম হাজারী

নিন্দা আমায় নিন্দা করবে
করলে করুক তারা,
তাদের জন্য জীবন আমার
থাকবে কি আর খাড়া।

নিন্দা করা স্বভাব যাদের
নিন্দা তারা করবে,
হিংসা নিন্দা পিছে ফেলে
জীবন আমার লড়বে।

নিন্দুকেরা নিন্দা করবে
লাগবে আমার পিছু,
নিন্দুকের ঐ নিন্দাতে তো
হবে না কো কিছু।

জীবন পথে চলতে গেলে
থাকবে ভালো মন্দ,
হিংসা নিন্দা যেই যা করুক
করবো না কো দ্বন্দ্ব।

নিন্দুকের এ নিন্দার জবাব
দেবো আমি হেসে,
কাছে ডেকে আপন আমি
করবো ভালবেসে।