মুখে লাগাও তালা
আব্দুর রহীম হাজারী
দেখে শুনে চলতে থাকো
মুখে লাগাও তালা,
উচিত কথা বললে তবে
আসবে বিপদবালা।
অন্যায় দেখে বলতে গেলে
তুমি কোনো কিছু,
দেখবে তুমি লেগে যাবে
লোকে তোমার পিছু।
কান থাকিয়া বধির এখন
চোখ থাকিতে অন্ধ,
দেখে শুনে যায় না বলা
যবান এখন বন্ধ।
অত্যাচারী বুক ফুলিয়ে
চলে এখন দেশে,
মজলুম এখন দুখে মরে
নিরীহ ঐ বেশে।
আমজনতার বন্ধ যবান
মন্দ লোকের জয়ে,
সত্য কথা যায় না বলা
থাকতে যে হয় ভয়ে।