মায়ের জাতি
আব্দুর রহীম হাজারী
নারী জাতি মায়ের জাতি
অনেক তাহার মান,
তবু কেন স্বাধীন দেশে
হচ্ছে অপমান।
লজ্জিত এই বাংলাদেশে
কেমনে বল থাকি,
যেথায় সেথায় নির্যাতিত
হচ্ছে মায়ের জাতি।
পত্রিকা ও ফেসবুকে আজ
যাচ্ছে কি যে দর্শন
প্রতিনিয়ত দেশে আজ
হচ্ছে নারী ধর্ষণ।
কেন রে আজ নারী ধর্ষণ
হচ্ছে মাঠে ঘাটে,
ধর্ষণের বিচার এখন
করতে হবে মাঠে।
ধর্ষণের বিচার কর
কেটে দাও তার লিঙ্গ
নিতে না পারে কভু
কোন নারীর সঙ্গ।
সোনার বাংলার মান বাঁচাতে
বাঁচাও মায়ের মান,
আর যেন কোন নারী
হয় না অপমান।