মায়ের অবদান
আব্দুর রহীম হাজারী
গগন মাঝারে নীল আবরণে
দেখিয়াছি চেয়ে পাখির নয়নে,
সবুজ পৃথিবী জুড়েই চলছে
মায়ের ভাষায় কথা তো বলছে।
বড় হয় শিশু মায়ের আদরে
ডেকে রাখে তিনি স্নেহের চাদরে,
মায়ের মুখেই শিখে ঐ ভাষা
তিনি দেন তাকে কত ভালোবাসা।
গগনচুম্বী মায়ের স্বপ্ন
সন্তান তাহার হবে যে রত্ন।
মায়ের স্নেহ ভালোবাসা আর,
গগনতলে হয় যে অলংকার।
মা ছাড়া আপন কেহ নাহি আর
চাদরে ডাকেন যে ভালোবাসার।
মায়ের কাছেতে শিখা মাতৃভাষা
সকল ভাষার সেরা বাংলা ভাষা।
মায়ের হাতটি ধরে হাটা শুরু
তিনি প্রথম শিক্ষার গুরু।
মায়েরদোয়ায় বড় হতে হবে।
দো-জাহানে পাবে যে শান্তি তবে