মায়ের কোল
আব্দুর রহীম হাজারী
জন্ম নিয়ে ছোট্ট শিশু
দুলে সে যে দোল,
মায়ের মুখে হাসি ফুটে
চড়ে মায়ের কোল।
মায়ের কোল যে আলো করে
মাতৃদুগ্ধ পান,
মা যে তাকে শোনায় সদা
ঘুমপাড়ানি গান।
হাসি কান্না নিত্য সঙ্গী
আবাস মায়ের কোল
ধীরে ধীরে বেড়ে উঠে
শিখে মায়ের বোল।
আধো আধো বোল ফুটিলে
শুনতে ভালো খুব,
আদর স্নেহ ভালোবাসায়
দেয় যে শিশু ডুব।
ভালো মন্দ শিখে শিশু
মা তার করে যা,
শিশু সন্তান ভালো হতে
প্রথম শিক্ষক মা।