মাটির দেহ
আব্দুর রহীম হাজারী
হঠাৎ যখন উড়াল দিবে
দেহ খাঁচার পাখি,
মাটির দেহ পড়ে রবে
বুজবে যখন আঁখি।
জন্ম নিয়ে ভুবন মাঝে
করছি কত খেলা,
জীবন নিয়ে নেই তো ফিকির
করছি অবহেলা।
মাটির দেহ শূন্য হবে
ডাক পরিবে যবে,
মাটির ঘরে শূন্য খাচা
রাখবে মিলে সবে।
মাটির উপর করছি খেলা
নেই তো সেই যে খবর,
মরার পরে গোরস্থানে
কেমন হবে কবর।
মাটি হবে আসল বাড়ি
আমার মৃত্যুর পরে,
কাফন দাফন করে আমায়
ফিরবে সবাই ঘরে।