মরণের কালে
আব্দুর রহীম হাজারী
মরণ যখন আসবে তখন
ছাড়বে না আর পিছু,
ছাড়তে যে হবে জগতের মাঝে
আছে যতসব কিছু।
রবেরই কাছে যেতে আজ হবে
নিখিল ভুবন ছেড়ে,
আজরাইল তো শুনবে না কিছু
নিবেই জীবন কেড়ে।
মরণ সময় আসবে যে মনে
করছি কতই পাপ,
দয়াময় প্রভু দয়ারই গুনে
দিবে কি আমায় মাফ।
ভবের মাজারে চলতে ফিরতে
করছি যে কত হেলা,
মরন এখন সাঙ্গ করবে
আমার রঙ্গ মেলা।
আল্লাহ তুমি মাফ করে দাও
করছি গুনাহ কাজ,
পাপ নিয়ে আজ হাজির হলাম
মনেতে পাচ্ছি লাজ।