মানুষত্যের বিবেক
আব্দুর রহীম হাজারী

অপর জনের দুঃখ দেখে
যেজন মনে খুশি হয়,
বিবেক বুদ্ধি নেই যে তাহার
মানুষত্য নাহি রয়।

পরের কষ্টে খুশি শুধু
হিংসা নিন্দা করে যায়,
হিংসা রোগের রোগী সে যে
হিংসায় জ্বলে হবে ছাই।

মানুষত্য থাকলে মনে
সবার দুঃখের দুঃখী হয়,
হিংসা থাকলে মনের ভিতর
পরের দুঃখে সুখে রয়।

বিবেক বুদ্ধির মাথা খেয়ে
হিংসা করা যাহার কাজ,
পরের দুঃখে খুশি হবে
নাই যে মনে তাহার লাজ।

পরের দুঃখে দুঃখী হবে
মানুষত্য আছে যার,
সুখে দুঃখে পাশে রবে
মনটি হবে উদার তার।