মানো মহান প্রভু
আব্দুর রহীম হাজারী
মুখে যে তার ফুটছে বুলি
কেমন করে তাঁকে বলি,
আস্থা রাখো ওহে,
ভালো কাজকে ছাড়িওনা
অন্যায় কাজটি করিওনা
এই দুনিয়ার মোহে।
মন্দ ছেড়ে ভালো পথে
চলবে তুমি জীবন রথে
হবে তোমার ভালো,
ধর্ম কর্ম মেনে চলে
মহান প্রভুর কথা বলে
ফুটাও দ্বীনের আলো।
আস্থা রেখে খোদার পরে
জীবন কাটাও দ্বীনের তরে
লড়তে হলে তবু,
নাস্তিকদেরকে দূরে ঠেলে
অন্যায় কাজ দাও গো ফেলে
মানো মহান প্রভু।