মামার বাড়ি
আব্দুর রহীম হাজারী
আয়রে খোকা আয়রে খুকি
আয়রে তোরা আয়,
ফুল কাননে ফুল ফুটেছে
তুলতে মোরা যাই।
ফুলের মালা গাঁথব মোরা
দিয়ে সুতা সুই,
কুঁড়ে আনবো ফুল যে মোরা
বকুল জবা জুই।
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই,
মামা খালা সাথে গিয়ে
মন আনন্দ পাই।
গলায় দিবে ফুলের মালা
কানে ফুলের দুল,
মামার বাড়ি গিয়ে খাবে
গাছের পাকা কুল।
মামার বাড়ি পুকুর পাড়ে
পাকে গাছের আম,
জাম গাছে পেকে আছে
মিষ্টি কালো জাম।