মাহে রমজান
আব্দুর রহীম হাজারী
বছর ঘুরে মাহে রমজান
আসছে ঘরে ঘরে,
রাখবো রোজা পড়বো নামাজ
মন যে যাবে ভরে।
আকাশ পানে চাঁদটি দেখে
শুরু করবো রোজা,
এস্তেগফারে হালকা হবে
যেন পাপের বোঝা।
দিনে রোজা পালন করবো
তারাবীহ যে রাতে,
মসজিদ পানে যাবো মোরা
সবাই একই সাথে।
নামাজ পড়বো রোজা রাখবো
করবো যে তেলাওয়াত,
সুন্দর করে গড়বো আরো
মোদের এই যে হায়াত।
সাহরী ইফতার তারাবীহ যে
রমজান মাসে পালন হবে
ফজীলত আর বরকত যেন
ভাগ্যে তবে রবে।