মদিনার ফুল
আব্দুর রহীম হাজারী
ঐ মদিনায় ফুটেছিল
এক যে মহান ফুল,
যার পরশে ধন্য যে হয়
শ্রেষ্ঠ মানব কুল।
হেদায়েতের বাণী পেলেন
তাঁর কাছে মানব কুল,
তিনি হলেন শ্রেষ্ঠ নবী
মুহাম্মদ রাসূল।
ইসলামের ঐ মর্মবাণী
আনলেন দুনিয়ায়,
ধর্ম গ্রহন করে মানুষ
সোনালী যুগ পায়।
সোনার মানুষ হলেন যারা
পেল নবীর ছোঁয়া
ইসলাম ছাড়া সকল ধর্ম
প্রমাণ হল ভূয়া।