মাদক নেশা
আব্দুর রহীম হাজারী

মাদক নেশা মরণ ফাঁদ এক
জীবন করে শেষ,
শরীর মাঝে নানান রুগে
বাসা বাঁধে রেশ।

রুগ ব্যাধি তো বাড়তে থাকে
ঔষধ হয় না কাজ,
পাপের পথে পা বাড়াতে
মনে পায় না লাজ।

মাদক থেকে থাকবে দূরে
কথা তুমি দাও,
মাদক মুক্ত জীবন গড়তে
শপথ এখন নাও।