মা
আব্দুর রহীম হাজারী

কত আশা করেন মায়ে
নিজের সুখটি ভুলে,
স্বপ্ন দেখেন সোনার সোহাগ
আসবে সন্তান কোলে।

দশ মাস দশ দিন গর্ভে থেকে
আসে ধরার বুকে,
মা যে কত কষ্ট সহেন
সন্তানের ঐ সুখে।

গর্ভে ধারণ করে মা যে
কত কষ্ট করে,
সকল কষ্ট ভুলে যান তো
মুখটি দেখার পরে।

বুকের দুগ্ধ পান করিয়ে
বড় করেন যিনি,
ঘুম পাড়ানি গল্প বলে
ঘুম পাড়ান যে তিনি।

মায়ের মত আপন কেহ
নেই কেহ এই ভবে,
মায়ের দোয়া পাবে যিনি
জীবন সফল হবে।