লক ডাউনে ঈদ
আব্দুর রহীম হাজারী
ঈদের খুশি লাগছে না মনে
করোনা করল সাবাড়,
লক ডাউনে কর্ম বন্ধ
নাই যে পেটে খাবার।
পেটের দায়ে বাইরে গেলে
পুলিশ করছে ধাওয়া,
কর্ম ছেড়ে ঘরে থাকলে
কেমনে চলবে খাওয়া।
পেট খালি পকেট খালি
চলছে যে দুঃসময়,
আনন্দ হীন কাটবে ঈদ
লক ডাউনের সময়।
করোনা ভাইরাস লক ডাউনে
জাতি দিশেহারা,
ঈদ করিবে ঠিকই তবে
আমোদ প্রমোদ ছাড়া।