লেখক যদি হতে চাও
আব্দুর রহীম হাজারী
নামি দামি লেখক তুমি
হতে যদি চাও,
হাজার হাজার লেখক কবির
লেখা পড়ে নাও।
সব কবিদের লেখা পড়ে
করো তুমি ধ্যান,
প্রতিভার ঐ বিকাশ ঘটবে
বাড়বে তোমার জ্ঞান।
যত লেখা পড়বে তুমি
জানবে প্রতি রোজ,
লেখার তরে মিলবে তোমার
নতুন শব্দের খোঁজ।
দেশের তরে লিখবে তুমি
এগিয়ে নেবে দেশ,
দেশ বরেণ্য লেখক কবির
লেখা পড়বে বেশ।
লেখক হতে পাঠক হওয়ার
বিকল্প পথ নেই,
সুন্দর করে লিখতে পারবে
পড়বে বেশি যেই।