লজ্জা রাখি কয়
আব্দুর রহীম হাজারী
মানুষ হলো সবার সেরা
মহান প্রভুর দাস,
মন্দ পথে চলে কেন
জীবন করছে নাশ।
ভালো পথটা ছেড়ে যখন
মন্দ পথে রয়,
সৃষ্টির সেরা মানবজাতির
হতে পারে ক্ষয়।
স্বার্থের টানে পড়ে আজি
বিবেক হচ্ছে শেষ,
উদারতা মানবতার
নেই যে মাত্র লেশ।
পরস্পরের দয়ামায়া
এখন যে আর নেই,
নিজের স্বার্থে অন্য কে আজ
দূরে ঠেলে দেয়।
মানবজাতি শ্রেষ্ঠ অতি
স্বভাব ভালো হয়,
মন্দ কাজে জীবন বিনাশ
লজ্জা রাখি কয়।