কর্ম মূল্যবান
আব্দুর রহীম হাজারী
কর্ম দিয়ে নয় পরিচয়
পরিচয় হয় জাতে,
কর্ম মূল্য দিতে হবে
অন্ন জুটে তাতে।
রেশম বুনে গুটিপোকা
তাঁতি কাপড় বুনে,
তাঁতের ছেলে ডাক্তার হবে
বিদ্যা শেখার গুণে।
মুচির ছেলে শিক্ষক হলেও
মহান তাহার পেশা,
তাহার মনে থাকবে সদা
মানুষ গড়ার নেশা।
কর্ম দিয়ে নয় পরিচয়
গুণে চেনা হবে,
গুণবতীর ছোট্ট পেশাও
অতি মহান তবে।
তাঁতির ছেলে উকিল হবে
সঠিক শিক্ষা নিয়ে,
সমাজ জাতির কাজ করিবে
বিদ্যা বুদ্ধি দিয়ে।