কবর ডাকে
আব্দুর রহীম হাজারী
এই ভুবনে আমার জীবন
খবর বিহীন থাকে,
সারা বেলা নিখিল থেকে
আধার কবর ডাকে।
আসছি ভবে যেতে হবে
এই ধরনী ছেড়ে,
মরন এসে নিয়ে যাবে
সাধের জীবন কেড়ে।
করব দেশের ডাক আসিবে
চলে যেতে হবে,
জীবন পাখি উড়ে যাবে
নাহি কেহ রবে।
হঠাৎ করে শুনো যদি
আমার মৃত্যুর খবর,
ভুল ত্রুটি মাফ করিয়া
দিও আমায় কবর।
জানাজাতে শরীক হয়ে
আমায় দুআ দিও,
ছন্দ ছড়া কবিতাতে
স্মৃতি খুঁজে নিও।