খোকন সোনা
আব্দুর রহীম হাজারী
খোকন সোনা শুনো তুমি
জাগবে সকাল বেলা,
সূয্যিমামার আগে উঠবে
করবে নাকো হেলা।
সকাল সকাল উঠবে জেগে,
বাড়বে তোমার জ্ঞান,
জ্ঞান বিকাশে গড়বে জীবন
পাবে তুমি মান।
সকাল সকাল শুয়ে পড়বে
জেগে আগে উঠবে,
সবার আগ জেগে উঠে
পাঠশালাতে ছুটবে।