করো না কো হেলা
আব্দুর রহীম হাজারী

সবার সাথে কথা বলো
মান মর্যাদা দিয়ে,
হেয় করো না কাউকে তুমি
কোন ত্রুটি নিয়ে।

এই দুনিয়ায় সবাই চলে
কিছু দোষে গুণে,
সবার সাথে চলতে হবে
ভালো মন্দ শুনে।

সবার সাথে সদাচরণ
করে কাটাও বেলা,
ছোট বলে কাহাকে যে
করো না কো হেলা।

মানুষকে যে ছোট ভাবে
সে হয় ছোট মনা,
সবাই কে যে বড় ভাবে
সে তো হীরার কণা।

ধনী গরীব নাই ভেদাভেদ
সবাইকে মান দেবে,
মনের সুখে সবাই কে যে
আপন করে নেবে।