কাঁচা মরিচ
আব্দুর রহীম হাজারী
সবুজ রঙ্গের শস্য একটি
কাঁচা মরিচ নাম,
বাজার হাটে কিনতে গেলে
আকাশ ছোঁয়া দাম।
সবুজ রঙ্গে কাচা মরিচ
পাকলে হয় তা লাল,
যেমন রুপই হোক না কেন
একই রকম ঝাল।
কাঁচা মরিচ অতি স্বাদের
খেতে পান্তা ভাত,
কিনতে গেলে পকেট ফাঁকা
পড়ে মাথায় হাত।
কাঁচা পাকা লাল আর সবুজ
যেমন দেখা যায়,
কাঁচা মরিচ দামে উর্ধ্বে
কিনবো ক্যামনে হায়!!
বাজার মূল্যে উর্ধ্ব গতি
কেনা এখন দায়,
মরিচ ছাড়া তরকারি আজ
কিভাবে যে খায়।