জুমার দিন
আব্দুর রহীম হাজারী
সপ্তাহ ঘুরে শুক্রবারে
আসবে জুমার দিন,
মুমিন হৃদয় প্রফুল্ল হয়
বাজে খুশীর বীণ।
গোসল করে আতর মেখে
মসজিদেতে যায়,
মুমিনগণে একইসাথে
দেখা সবার পায়।
মুসল্লীদের আগমনে
ভরে যায় মসজিদ,
শুক্রবারে জুমার দিনে
যেন লাগে ঈদ।
জুমার নামাজ আদায় করবে
করবে মুনাজাত,
প্রভুর কাছে করজোড়ে
চাইবে গো নাজাত।
ধরার বুকে চলতে গিয়ে
হবে যত পাপ,
দু,হাত তুলে প্রভুর কাছে
চাইবে গো আজ মাফ।